ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নিহতের নাম মো. ওবায়দুল নাছির (৪০)। নিহত নাছিরের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া চাঁদপুর বলে জানা গেছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল হাইওয়ের থানা পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তায় তেল পড়ে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী একটি কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারাত্মকভাবে আহত হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাছির।
