আনোয়ার কি জানত, প্রিয়তমের সাথে এই তার শেষ কথা?

ইসলমা টাইমস ডেস্ক : ফেব্রুয়ারী মাসের ৬ তারিখে দেশে ফেরার কথা ছিল আনোয়ারের। মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে তার কথা হয়। কিন্তু সৌদি প্রবাসী আনোয়ার কি জানত এটাই তার শেষ কথা? দেশে আর তার ফেরা হবে না? স্ত্রীপুত্র ও প্রিয়জনদের মুখ আর তার দেখা হবে না?

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে সৌদি আরবে মরুভূমিতে মানিকগঞ্জের সিংগাইরের আনোয়ার হোসেনের (৪২) লাশ গলাকাটা অবস্থায় পাওয়া যায়। সৌদি আরবের পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাড়িতে আত্মীয়স্বজনরা শোকে মূহ্যমান।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামে। তিনি দুই সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার (সৌদি সময় ) দিকে সৌদি আরবের আল জুবাইল শহরের নিজ বাসা থেকে গাড়ি নিয়ে বের হয় আনোয়ার। পরে বুধবার দুপুরে সৌদি আরবের পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করে।

নিহতের ভাই সৌদি আরবের পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ।

পূর্ববর্তি সংবাদডাকাতে ডাকাতে “বন্দুকযুদ্ধ”, নিহত ১
পরবর্তি সংবাদব্যাংককে অতিরিক্ত বায়ু দূষণ, চার শতাধিক স্কুল বন্ধ