ইজতেমা ইস্যুতে বৈঠক : মাদরাসার ছাত্র-শিক্ষকের নিরাপত্তার ব্যাপারে মন্ত্রীর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক : আসন্ন অভিন্ন ইজতেমায় মাদরাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ ও তাদের নিরাপত্তার ব্যাপারে উলামায়ে কেরামকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘সরকার ইজতেমার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বদ্ধ পরিকর। কেউ তা নষ্ট করার চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।’

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি উলামায়ে কেরামকে এসব কথা বলেন। বৈঠকে অংশগ্রহণকারী মাওলানা মাযহারুল ইসলাম ইসলাম টাইমসকে এই তথ্য জানান।

আরও পড়ুন :  বেফাকের বৈঠক : ছাত্রদের ইজতেমায় অংশগ্রহণ নিয়ে উলামাদের উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিকাল সাড়ে ৩টায় বৈঠকটি শুরু হয়ে তা বিকাল সাড়ে ৪টায় তা শেষ হয়।

এর আগে অভিন্ন ইজতেমার সিদ্ধান্ত হওয়ার পর সাদপন্থীরা তাতে মাদরাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুললে এবং উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ প্রকাশ শুরু করলে উলামায়ে কেরামের মধ্যে উদ্বেগ তৈরি। গতকাল বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের এক বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয় এবং উলামায়ে কেরাম তাদের শঙ্কার কথা প্রকাশ করেন।

এরই প্রেক্ষিতে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের উদ্বেগ ও শঙ্কার কথা জানান।  উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী উলামায়ে কেরামকে সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। উলামায়ে কেরামের অংশগ্রহণের ব্যাপারে কারো আপত্তি শোনা হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন : ‘তৃতীয়পক্ষ’ বলে একজন মানুষ আলেমদের ক্ষতি করছেন : আল্লামা সাজিদুর রহমান

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।

উলামায়ে কেরামের পক্ষে আল্লামা আশরাফ আলী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মুফতি মিযানুর রহমান সাঈদ ও মাওলানা শারিয়ার মাহমুদ বৈঠকে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তি সংবাদনদী দখল নিয়ে কানামাছি খেলা বন্ধ করা উচিত : হাইকোর্ট
পরবর্তি সংবাদনেদারল্যান্ডে মসজিদের নিরাপত্তা দাবি