ডাকাতে ডাকাতে “বন্দুকযুদ্ধ”, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর ছাগলনাইয়ায় দুই দল ডাকাতের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ নামের একজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এছাড়া পলাশ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং পালানোর সময় ফারুক নামের একজন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডাকাত সবুজ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।

সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের আব্দুল মোতালেব ওরফে তালেব চোরার ছেলে এবং গুলিবিদ্ধ পলাশ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নুরুল হকের ছেলে। আর ফারুক ফেনীর দাগনভুইয়া উপজেলার আশ্রাফপুরের নুরুল আমিনের ছেলে।

ওসি এমএম মুর্শেদ জানান, দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্য  ফারুককে আটক করে। ঘটনাস্থলে পড়ে থাকা মরদেহ সবুজের বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, দুইটি কোরাবারি, একটি দা, তিনটি ছুরি, একটি চাপাতি, একটি রেঞ্জ ও একটি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয় বলেও জানান ওসি।

পূর্ববর্তি সংবাদবাড়ি ফেরা হল না রফিকুলের
পরবর্তি সংবাদআনোয়ার কি জানত, প্রিয়তমের সাথে এই তার শেষ কথা?