ফরিদগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলায় আসামি ৩০০

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাকে কেন্দ্র করে দলটির দুটি গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

বুধবার রাতে দায়েরকৃত মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী চলমান ওই সংর্ঘষের ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ ৩০ নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও দেড় শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ চৌধুরী জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করেছে।

আরও পড়ুন : ফরিদগঞ্জে আ.লীগের দু’গ্রুপের মারামারিতে আহত ৩০

পূর্ববর্তি সংবাদএমন জায়গা থেকে তয়-তদবির আসে উপেক্ষা করতে কষ্ট হয় : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদআমেরিকায় ঈমান বাঁচাতে আধুনিক শহর ছেড়ে গভীর বনে বসতি গড়ছে মুসলিমরা!