বাড়ি ফেরা হল না রফিকুলের

ইসলাম টাইমস ডেস্ক: বৃহস্পতিবার। ছুটির দিন। সারা রাত ডিউটি করে ভোর পাঁচটায় রওয়ানা হয়েছেন নিরাপত্তাকর্মী রফিকুল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে, তার গ্রামের বাড়ি। কিন্তু বাড়ি আর ফেরা হল না। একটি বেপরোয়া ঘাতক বাস কেড়ে নিল তার প্রাণ। আজ ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ফার্স্ট লাইন সিকিউরিটি সংস্থার নিরাপত্তাকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে কাজ শেষে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন রফিকুল। নতুনবাজারের প্রধান সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রফিকুল।

এ ঘটনা পর ঘাতক বাস চালককে আটক করা যায়নি।

পূর্ববর্তি সংবাদপ্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, কিশোরীর আত্মহত্যা
পরবর্তি সংবাদডাকাতে ডাকাতে “বন্দুকযুদ্ধ”, নিহত ১