আতাউর রহমান খসরু ।।
আগামীকাল ২ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকে দলের শুরা সদস্যরা দলের আমির ও নির্বাহী কমিটি গঠনে মতামত দেবেন।আগামীকাল সকাল ১০টায় ঢাকার ফটো জার্নালিস্ট এসোসিয়েশন-এ এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান মহাসচিব মাওলানা মাহফুজুল হক ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আল হামদুলিল্লাহ! আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামীকাল যথাসময়ে শুরু অধিবেশন শুরু হবে। ইনশাআল্লাহ!
শুরা বৈঠকে আমির নির্বাচন ও নির্বাহী কমিটি গঠনের পাশাপাশি শুরা সদস্যরা বিগত দিনের রিপোর্ট পর্যালোচনা ও আগামী দিনের দলীয় কর্মকৌশলও নির্ধারণ করবেন বলে জানান তিনি। মাওলানা মাহফুজুল হক বলেন, ‘নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলের কর্মকৌশল কী হওয়া উচিৎ এবং আগামী দিনে দল আরও বেগবান কীভাবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দেবেন শুরা সদস্যরা।
অন্যদিকে দলের নতুন আমির কে হতে যাচ্ছেন তা নিয়ে দলীয় নেতা-কর্মীদের ভেতর চলছে কল্পনা-জল্পনা। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য, শায়খ পরিবার ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার পর পরবর্তী আমির হিসেবে তিনটি নাম উঠে এসেছে। তারা হলেন, অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের পরবর্তী আমির হিসেবে বর্তমান মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখছেন অনেকেই। তাদের যুক্তি হলো, মাওলানা মাহফুজুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলেদের মধ্যে দলে সবচেয়ে বেশি সক্রিয়, তার উলামাদের মধ্যে গ্রহণযোগ্যতাও বেশি এবং মহাসচিব হিসেবেও তিনি দলকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পেরেছেন।
তবে এই বিষয়ে যোগাযোগ করলে তিনি আমিরের দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করে বলেন, ‘আমি এই মুহূর্তে দলের আমির হওয়ার জন্য প্রস্তুত না।’ তবে দল যদি সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে তখন দলীয় শৃংখলার অংশ হিসেবে তা মেনে নেবেন বলেন জানান তিনি।
অন্যদিকে অভিভাবক পরিষদের চেয়ারম্যান ও সারা দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবে আল্লামা আশরাফ আলীকে আমির হিসেবে দেখতে চান দলের অনেক নেতা কর্মী। তবে সম্মিলিত কওমি শিক্ষাবোর্ডের কো-চেয়ারম্যান ও বেফাকে সিনিয়র সহ-সভাপতি হওয়ায় তিনি সরাসরি দলের আমিরে পদ গ্রহণ না করার সম্ভাবনাই বেশি।
সেই হিসাবে এবারের শুরায় বর্তমান ভারপ্রাপ্ত আমির ও দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নূরপুরীর আমির হওয়ার সম্ভাবনাই বেশি। গত ১৯ অক্টোবর ২০১৮ তারিখে দলের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মারা যাওয়ার পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্বপালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন কেন্দ্রীয় নেতাও বলেন, ‘পরবর্তী আমির কে হবেন সে সিদ্ধান্ত নেবে দলের শুরা সদস্যরা আগামীকালের বৈঠকে। তবে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালনরত ইসমাইল নূরপুরীর সম্ভাবনাই সবচেয়ে বেশি মনে করছি আমি।’
মাওলানা মাহফুজুল হক অথবা অন্য যে কেউ পরবর্তী আমির নির্বাচিত হোন তার কাছে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা হলো তিনি দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশ খেলাফত মজলিসকে সত্যিকার গণমানুষের সংগঠনে উন্নীত করবেন।
