একুশে বইমেলায় দৃষ্টিনন্দন নামাজের স্থান, মুসল্লিদের স্বস্তি

ইসলাম টাইমস ডেস্ক : অমর একুশে বইমেলায় এবার দৃষ্টিনন্দন নামাজের স্থান ও পরিচ্ছন্নতা-পবিত্রতার সু-ব্যবস্থা করায় মুসল্লিরা স্বস্তি প্রকাশ করেছেন। বেশ কয়েক বছর যাবত মুসল্লিরা নামাজের জায়গা ও স্থান সুন্দর করার দাবি জানাচ্ছিলেন। তারই প্রেক্ষিতে এবার নামাজের স্থান ও ওজু-ইস্তেন্জার জায়গা সুন্দর করেছে মেলা কর্তৃপক্ষ।

সুন্দর কারুকাজের দেয়াল, পর্যাপ্ত আলো ও ভেতরে কার্পেটের ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে ওজু-ইস্তেন্জার ব্যবস্থাও তুলনামূলক ভালো করা হয়েছে এবার।

একুশে মেলার সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত অংশে রয়েছে এই অস্থায়ী মসজিদটি। মেলার শিশু কর্ণারের ঠিক পেছনে।

মেলা প্রাঙ্গণ ঘুরে তরুণ লেখক আতিফ আবু বকর বলেন, এবার নামাজের জায়গাটা দেখে বেশ স্বস্তিবোধ করছি। আগের তুলনায় ব্যবস্থাটা বেশ ভালো হয়েছে। আমি নিজে এবং অনেককেই সন্তোষ প্রকাশ করতে দেখলাম। এবার নামাজের জায়গার পরিসরও কিছুটা বেড়েছে। আনুমানিক ২০০-২২০ জন মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন।

উল্লেখ্য, সোহরাওয়ার্দি উদ্যানের এই জায়গাটি ছাড়াও বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রাশাসনিক ভবনের উপরেও নামাজের ব্যবস্থা রয়েছে।

পূর্ববর্তি সংবাদক্যাম্পাসে ইশা ছাত্র আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা ঢাবি ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের
পরবর্তি সংবাদএবার নোয়াখালীতে বাল্যবিয়ে বন্ধ করায় ইমাম ও মাদরাসা শিক্ষককে নির্যাতন