ইসলাম টাইমস ডেস্ক : সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা রাস্তার পাশের দোকানে ঢুকে গেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরো দু’জন।
নিহতের নাম ফয়ছল আহমদ (২০)। তিনি গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলায় হেমু করিচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
