ইসলাম টাইমস ডেস্ক: মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর মারকাযের সেমিনার হলে শায়খ ওয়াজেহ রশীদ নদভী রহ. জীবন ও কর্ম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মারকাযুল লুগার পরিচালক মুহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন শায়খ রশীদ রহ. এর স্নেহধন্য ছাত্র মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী। তিনি মরহুমের জীবন নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করেন।
মাওলানা মুনীর নদভী বলেন শায়খ রহ. অনেক বিনয়ী এবং স্বল্পভাষী ছিলেন। কথা নয় বরং কাজকে পছন্দ করতেন। সময়ের ব্যাপারে তিনি এতটা গুরুত্বশীল ছিলেন যে তাকে দেখেই সময় নির্ধারণ করা যেত।
শায়খ রশীদ নদভী রহ. এর জীবনী ও তার সাহিত্যকর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মুহিউদ্দীন ফারুকী। অনুষ্ঠানে আরও আলোচনা করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু সাহল মুহাম্মদ হারুনুর রশীদ। শায়খ রহ. এর একটি কিতাবের পাঠপর্ব পরিচালনা করেন মারকাযুল লুগার শিক্ষক মাওলানা আব্দুর রহমান।
আরও আলোচনা করেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মুহতারাম লুতফে রাব্বি আফনান, মারকাযু শাইখিল ইসলাম আল মাদানীর আরবি ভাষা বিভাগের শিক্ষক মাওলানা আব্দুর রব কবির। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জামিয়াতুল আবরারের আরবি বিভাগের মুশরিফ মাওলানা মুঈনুদ্দীন ইবাদুল্লাহ, জামেয়াতুল উসতাজ শহীদুল্লাহ ফজলুল বারীর প্রধান মাওলানা শফিকুল ইসলাম এমদাদী।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মারকাযু শাইখিল ইসলামের সহযোগী পরিচালক মাওলানা আব্দুল আলীম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হাফেজ আরিফসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। শায়খ রশীদ রহ. এর জন্য দুআর মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।
