নওগাঁয় বঞ্চিত কৃষক, ফুল কপির দাম দুই টাকা

ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁয় প্রতি পিস ফুল কপি বা বাধা কপির দাম ২ টাকা, যদিও রাজধানীর বাজারে এর দাম ১৫-২০ টাকা। যথাযথ বাজার মনিটরিং না থাকায় ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে (৮ ফেব্রুয়ারি) নওগাঁ সদরের কীর্তিপুর বাজারে বদলগাছী সড়কে কপি ফেলে প্রতিবাদ করেন কৃষকরা।

কৃষক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় বলা হয়, নওগাঁর হাটগুলোয় বাধা কপি ও ফুল কপির প্রতিটি ২ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক বাজার মনিটরিং না থাকায় সিন্ডিকেট চক্র বাজার নিয়ন্ত্রণ করছে। ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না বলে সভায় কৃষকরা অভিযোগ করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, কৃষক ক্ষেত মজুর সমিতির আহ্বায়ক মহসীন রেজা, কৃষক আবুল হোসেন প্রমুখ । পরে তারা নওগাঁ বদলগাছী সড়ক অবরোধ করে সেখানে বাধা কপি ও ফুল কপি রাস্তায় রেখে প্রতিবাদ জানান।

পূর্ববর্তি সংবাদসাংবাদিককে আত্মহত্যার পরামর্শ ও সচিবের দায়!
পরবর্তি সংবাদদক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে