সাদপন্থীদের ইজতেমা শুরু, বৃষ্টিতে দুর্ভোগ চরমে

আবরার আবদুল্লাহ ।।

আজ রোববার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলিগ জামাতের বিতর্কিত মুরব্বি মাওলানা সাদ-এর অনুসারীদের ইজতেমা। ভারতের মাওলানা ইকবাল হাফিজের বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

তবে ইজতেমা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন উপস্থিত মুসল্লিরা। এই সময় তাদেরকে বিক্ষিপ্ত হয়ে মাল-সামান রক্ষায় ব্যস্ত হতে দেখা যায়। বৃষ্টিতে ইজতেমার মাঠে চলাচলেও সমস্যা হচ্ছে তাদের।

অন্যদিকে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি থেকে দেখা যাচ্ছে ইজতেমা মাঠের বৃহৎ অংশই এখনও খালি পড়ে আছে।

ইজতেমা মাঠে অবস্থানকারী একজন ইসলাম টাইমসকে বলেছেন, সাদপন্থীদের ইজতেমায় অংশগ্রহণকারীরা খিত্তাভিত্তিক অবস্থান না করে মঞ্চকেন্দ্রিক অবস্থান করছেন। যেন নামাজের কাতারের ইত্তেসাল (সংযোগ) রক্ষা করা সম্ভব হয়।

আগামীকাল সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে সাদপন্থীদের ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানি পণ্যে ভারতের ২০০ শতাংশ শুল্ক আরোপ!
পরবর্তি সংবাদবিকালে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক