চকবাজারে অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বেড়ে ৭৮

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮-এ দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধারকৃত মধ্যে ৬৬ জন পুরুষ, সাতজন নারী ও পাঁচটি শিশু রয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের অধিকাংশকেই শনাক্ত করা সম্ভব হয়নি। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ; খোঁজ নেই অনেকের।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এক ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডে ৭৮টি মরদেরহ উদ্ধার হয়েছে। আগুনের কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে; যা আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদনে দেবে বলে জানান তিনি।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টা মসজিদের পাশে হাজী ওয়াহেদ মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের আরও চারটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পূর্ববর্তি সংবাদসংগ্রামে সংগ্রামে কেটেছে মাওলানা ওমর ফারুক রহ.-এর জীবন
পরবর্তি সংবাদচকবাজারে অগ্নিকাণ্ড : আগুনের তাপে গেট গলে গেলেও আগুন লাগেনি মসজিদে