ভারতের নানা জায়গায় কাশ্মীরিদের হেনস্থা

ইসলাম টাইমস ডেস্ক:জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর থেকে ভারতের নানা জায়গায়  কাশ্মীরিদের হেনস্থা করার ঘটনা একের পর এক ঘটেই চলেছে বলে খবর পাওয়া গেছে।

কলকাতায় বাসরত এক কাশ্মীরি চিকিৎসক হেনস্থার শিকার হয়েছেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে।

পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য প্রসূন ভৌমিকের উদ্বৃতি দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওই চিকিৎসক জানিয়েছেন- তিনি বাজার করে ফেরার পথে কিছু লোক তাকে ঘিরে ধরে। এ সময় তাকে হুমকি দিয়ে বলে, অতিসত্ত্বর সন্তানদের নিয়ে নিজের রাজ্য কাশ্মীরে তাকে ফিরে যেতে হবে।’

ওই চিকিৎসকের দুটি বাচ্চাই দক্ষিণ কলকাতার একটি নামকরা স্কুলে পড়ে। তাদেরও হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চিকিৎসক সংগঠনগুলো এবং অন্যান্য নাগরিক সংগঠনও ওই চিকিৎসকের পাশে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

পুলওয়ামার ঘটনার পরে ভারতের নানা জায়গাতেই কাশ্মীরিদের হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

তবে মানবাধিকার কর্মী ভৌমিক জানান, ওই কাশ্মীরি চিকিৎসক মঙ্গলবার রাতে তাকে লিখিতভাবে জানিয়েছেন- হুমকি আসলেও তিনি কলকাতা ছাড়বেন না। এটাই তার শহর, তিনি এখানেই থাকবেন।

পূর্ববর্তি সংবাদচকবাজারের অগ্নিকাণ্ডে বড় কাটারা মাদরাসার শিক্ষক নিহত
পরবর্তি সংবাদঅগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : ওবায়দুল কাদের