চকবাজারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দুই মামলা

ইসলাম টাইমস ডেস্ক :  ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ১১টার দিকে এবং শুক্রবার সকালে এই মামলা দায়ের করা হয়। চকবাজার থানায় নিহতদের স্বজনরা ও থানার এসআই মামলা দুটি দায়ের করেন।

থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের করা মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

শুক্রবার সকালে একই থানায় আরেকটি মামলা করেন আগুনে জীবন্ত দগ্ধ আরাফাত ইসলাম সিয়ামের (১৯) আত্মীয় হাবীবুর রহমান রুবেল।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানশনের মালিক হাজি আবদুল ওয়াহেদের দুই ছেলে শহীদ ও হাসানসহ অজ্ঞাত ১০-১২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশে একটি পাচঁতলা ভবনে আগুন লাগে। পরে আগুন আশপাশের আরো তিনটি ভবনে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় অর্ধশত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঅগ্নিকাণ্ড নিয়ে বিএনপির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ!