চকবাজার ট্রাজেডি : অগ্নিদগ্ধ দুই আলেমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত বড় কাটরা মাদরাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক ও লালবাগ মাদরাসার সাবেক শিক্ষার্থী হাফেজ মাওলানা কাউসার আহমদের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল রাত বাদ এশা কাদের জানাযা ও দাফন সম্পন্ন হয় বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন বড় কাটরা মাদরাসার শিক্ষক মাওলানা আনসারুল হক ইমরান। তিনি মাওলানা ওমর ফারুকের সহপাঠী ও সহকর্মী এবং হাফেজ কাউসার আহমদের ঘনিষ্ঠজন।

আরও পড়ুন : সংগ্রামে সংগ্রামে কেটেছে মাওলানা ওমর ফারুক রহ.-এর জীবন

মাওলানা ওমর ফারুককে তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়াতে এবং হাফেজ মাওলানা কাউসার আহমদকে কুমিল্লার হোমনায় দাফন করা হয়েছে।

আরও পড়ুন :  চকবাজার ট্রাজেডি : অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতেন তরুণ আলেম কাউসার আহমদ

মাওলানা ওমর ফারুক জামিয়া কোরআনিয়া লালবাগ থেকে ফারেগ হয়ে ঢাকার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটরার সিনিয়র শিক্ষক পদে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি চুড়িহাট্টার একটি ওষুধের দোকানে কাজ করতেন।

তরুণ আলেম কাউসার আহমদ লালবাগ মাদরাসা থেকে হিফজ ও দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি চুড়িহাট্টায় মদিনা মেডিকেল হল পরিচালনা করতেন।

আরও পড়ুন : চকবাজারে অগ্নিকাণ্ড : আগুনের তাপে গেট গলে গেলেও আগুন লাগেনি মসজিদে

পূর্ববর্তি সংবাদচকবাজারের ঘটনায় সরকারের দায় আছে, সরকার কাজও করছে : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদসেই ওয়াহিদ ম্যানশনের বেজমেন্টে ‘কেমিক্যালের’ স্তুপ