চকবাজার ট্রাজেডির দায় স্বীকার করে পদত্যাগ করুন, সরকারকে রিজভী

ইসলাম টাইমস ডেস্ক : চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের পদত্যাগের আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান তিনি।

রিজভী বলেন, ‘এই ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন এখন পদত্যাগ করুন। পৃথিবীর কোনও গণতান্ত্রিক সভ্য দেশে এই বিভীষিকাময় ঘটনা ঘটলে দায় স্বীকার করে সরকার পদত্যাগ করতো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে কেন এধরনের শ্বাসরোধী পরিবেশে আটকে রেখেছেন? কেন তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আপনাকে এরকম বিস্ফোরোন্মুখ বারুদের মাঝে বন্দী রাখা হলে কেমন লাগতো? কেন আপনি ৭৩ বছর বয়সী গুরুতর অসুস্থ ও তিনবারের একজন সাবেক প্রধানমন্ত্রীকে বন্দী করে রেখেছেন? কেন আপনি বিদ্বেষ-বুদ্ধি নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আছেন? আপনি এবার প্রতিহিংসার আগুন থেকে নিবৃত্ত হোন। দেশনেত্রীকে মুক্তি দিন।’

পূর্ববর্তি সংবাদঢাবি ভিসির কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদল, ৭ দফা দাবি পেশ
পরবর্তি সংবাদবজ্রসহ বৃষ্টির আভাস: আবহাওয়ার খবর