সিলেট দরগা মাদরাসার মুহাদ্দিস হাজী সাহেব হুযুরের ইনতেকাল

সাদ আবদুল্লাহ মামুন ।।

সিলেটের প্রসিদ্ধ মাদরাসা জামিয়া কাসিমুল উলুম দরগা (হযরত শাহজালাল রহ.-) মাদরাসার প্রবীণ মুহাদ্দিস হযরত মাওলানা খলিলুর রহমান (হাজী সাহেব হুযুর) ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ দুপুর সাড়ে তিনটায় সিলেটের একটি হাসপাতালা চিকিৎসাধীন অবস্থায় তিনি ইনতেকাল করেন। দরগা মাদরাসার শিক্ষক মাওলানা জামিলুল হক ইসলাম টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

মাওলানা খলিলুর রহমান রহ. সিলেট দরগা মাদরাসার ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি সেখানে শিক্ষক নিযুক্ত হন। এবং প্রায় ২০ বছরের অধিক সময় তিনি এখানে শিক্ষকতা করেন।

তিনি একজন আদর্শ উসতাদ ছিলেন। ছাত্রদের নিজ সন্তানের মতো দেখতেন। দরদ ও আন্তরিকতার কারণে ছাত্রদের কাছে তিনি অত্যন্ত প্রিয় একজন উসতাদ ছিলেন।

তিনি একজন সুআলোচক ছিলেন। দরগা মাদরাসায় হাদিস পড়ানোর পাশাপাশি তিনি হযরত শাহপরান রহ.-এর মাজার মসজিদের খতিব ছিলেন।

তিনি পরিবার-পরিজন, সন্তানাদি, বহু ছাত্র ও গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বজনদের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করা হয়েছে।

আজ রাত নয়টায় মরহুমের নিজ এলাকা কল্লগ্রাম এ আইটি মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

পূর্ববর্তি সংবাদমাইকে ঘোষণা দিয়ে ঘুষ চাইলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী!
পরবর্তি সংবাদইসরাইলের সঙ্গে আরব শাসকদের আপোষ আর মালয়শিয়ার লড়াই-এর রহস্য