উত্তরায় মামলা না নেওয়ায় শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ

ইসলাম টাইমস ডেস্ক : উত্তরায় একটি শিশু নিহত হওয়ার ঘটনায় থানার ওসি মামলা নিতে অস্বীকৃতি জানালে লাশ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

নিহত শিশুর বাবা আবদুর রশিদ প্রতিবেশী অজিত কুমার বসাকের বিরুদ্ধে মামলা করতে গেলে দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র মামলা নিতে অস্বীকার করেন। তিনি নিহতের বাবাকে উপযুক্ত প্রমাণ উপস্থিত করার দাবি জানান।

ওসির সঙ্গে অপরাধীর যোগসাজশ রয়েছে এই সন্দেহে এলাকাবাসীকে নিয়ে রিফাতের বাবা উত্তরা মহাসড়ক অবরোধ করেন।

ঘটনার বিবরণে জানা যায়, আজমপুরের বাসিন্দা আবদুর রশিদের সাত বছরের ছেলে রিফাতকে খুঁজে পাচ্ছিল না তারা। পরে তাদের প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির ভেতরে একটি নর্দমায় রিফাতের লাশ পাওয়া যায়। এর পর রিফাতের বাবা দক্ষিণখান থানায় যান অজিত কুমারের বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু থানার ওসি তপন চন্দ্র উপযুক্ত প্রমাণ না থাকার কারণ দেখিয়ে তার মামলা নিতে অস্বীকার করেন।

অবশ্য, এলাকাবাসীর প্রতিবাদের মুখে ওসি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে তার মামলা গ্রহণ করেন।

মামলা গ্রহণের পর অপরাধীর শাস্তির দাবিতে এলাকাবাসী মানবন্ধন করেন।

পূর্ববর্তি সংবাদপাকিস্তান সীমান্তের ভেতর ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে : বিবিসি
পরবর্তি সংবাদআটক ভারতীয় পাইলটের পরিচয় প্রকাশ করলো পাকিস্তান (ভিডিও)