নাইজেরিয়ায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি

মুহাম্মদ বুহারি

ইসলাম টাইমস ডেস্ক: নাইজেরিয়ায় টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বুহারি। শনিবার দেশটির সাধারণ নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসেন তিনি। কিন্তু এরই মধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে।

বিবিসি জানায়, ৭৬ বছর বয়সী বুহারি ৪০ লাখের সামান্য কম ভোটে পরাজিত করেন তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট আতিক আবু বকরকে।

তবে আবু বকরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে।

ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, সহিংসতা এবং পর্যবেক্ষক না থাকায় নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

নির্বাচন কমিশন জানায়, দেশের ৩৬টি রাজ্যের ১৯টিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বুহারির অল প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। বাকি ১৭টিতে পিডিপি।

সেনাবাহিনীর সৈনিক থেকেই বুহারির আজকের এ অবস্থানে আসা। আশির দশকে ২০ মাসের জন্য একটি সেনা রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন। আর ২০১৫ সালে এসে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

পূর্ববর্তি সংবাদবৃষ্টিভেজা শেষবেলার বইমেলা 
পরবর্তি সংবাদখতমে নবুওয়তের আকিদা হেফাজতে প্রয়োজনে জীবন দেব: সাভার ইমাম সম্মেলনে বক্তাগণ