পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর কাজ শুরু হবে ১৫ দিনের মধ্যে

ইসলাম টাইমস ডেস্ক : আগামী ১৫ দিনের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিল্প সচিব মো. আবদুল হালিম।

বুধবার দুপুরে সচিবালয়ে এক বৈঠকে এ কথা জানান তিনি।

শিল্প সচিব বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ১২ একর জমি দেবে এসব গোডাউন সরানোর জন্য। প্রাথমিকভাবে বিসিআইসি ৬ একর জমি দেবে কদমতলীতে এবং বাকি ৬ একর জমি দেবে গাজীপুরের টঙ্গীতে।

শিল্প সচিবের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা।

পূর্ববর্তি সংবাদআটক ভারতীয় পাইলটের পরিচয় প্রকাশ করলো পাকিস্তান (ভিডিও)
পরবর্তি সংবাদপাকিস্তানের উপর ভারতের আক্রমণ শিশুসুলভ : মাওলানা ফজলুর রহমান