ডিএমপি কমিশনার বললেন, ভোটারের উপস্থিতি কম

ইসলাম টাইমস ডেস্ক: ডিসিসি নির্বাচনে ভোটারের উপস্থিতি কম বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, আজ ভোটের দিন সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার ঝুঁকি নেই। সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পর্যবেক্ষণ করে দেখেছি, ভোটারের উপস্থিতি কম। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নির্বাপত্তায় অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

পূর্ববর্তি সংবাদপালাতে গিয়ে যেভাবে ধরা পড়েন ভারতীয় সেই পাইলট
পরবর্তি সংবাদপাকিস্তানের হামলা ঠেকাতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করেছে ভারত: রয়টার্সের প্রতিবেদন