ওআইসির বৈঠকে সুষমা স্বরাজের ভাষণ, পাকিস্তানের বয়কট

ইসলাম টাইমস ডেস্ক : প্রথমবারের মতো ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে অংশগ্রহণ এবং কথা বলার সুযোগ পেয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

অন্যদিকে ভারতের অংশগ্রহণের প্রতিবাদে এবারের বৈঠকে অংশগ্রহণ করেনি পাকিস্তান।

আজ শুক্রবার আবুধাবিতে দুই দিনব্যাপী এই বৈঠক শুরু হয়েছে।

সুষমা স্বরাজ বলেন, আমরা যদি মানবতাকে রক্ষা করতে চাই তাহলে যেসব দেশ সন্ত্রাসকে অর্থ ও আশ্রয় দিয়ে সাহায্য করে তাদের এ ধরনের কাজ করা থেকে সরে আসার বার্তা দেয়া উচিত।

তিনি বলেন, সন্ত্রাস ও চরমপন্থা এক বিষয় নয়। এদের আলাদা দুটি নাম আছে। কিন্তু এই দুটি বিষয়ের ক্ষেত্রেই ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নানাকাজে সেগুলোকে ব্যবহার করা হয়।

এর আগে বুধবার ওআইসির এই বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানো হলে এতে অংশ নেবে না পাকিস্তান বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী।

পূর্ববর্তি সংবাদসিটি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে ভোটাররা : খন্দকার মোশাররফ হোসেন
পরবর্তি সংবাদইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: ধুনটে হিন্দু যুবক গ্রেফতার