উন্নত চিকিৎসার জন্যে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে

ইসলাম টাইমস ডেস্ক: গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে। এনজিওগ্রামের পর চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে ব্লক ধরা পড়েছে।  বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদেরের ভাতিজা তমাল গণমাধ্যমকে জানান, বিকালের মধ্যে ওবায়দুল কাদেরকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হবে। সেই প্রস্তুতি চলছে। ওবায়দুল কাদেরের স্ত্রী সেই লক্ষে প্রস্তুতি নিচ্ছেন। তমাল বঙ্গবন্ধু মেডিকেলের সিসিইউতে ওবায়দুল কাদেররের পাশেই রয়েছেন।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে বলেন, সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন।

ডাক্তারগণ পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার জন্যে।  এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপতালে ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হচ্ছে।

 

পূর্ববর্তি সংবাদপাকিস্তান-ভারত সঙ্ঘাতে ইসরাইলের ইন্ধন
পরবর্তি সংবাদপুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে প্রধানমন্ত্রী সিরিয়াস : স্বরাষ্ট্রমন্ত্রী