পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে প্রধানমন্ত্রী সিরিয়াস : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা গ্রাহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস। ইতোমধ্যেই তিনি একটি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে। ’

আজ রোববার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি নীতিমালা তৈরির কাজ করছি। সরকারের এই কার্যক্রমে যারা বাধা দিচ্ছে নিশ্চয়ই তাদের একদিন ভুল ভাঙবে এবং তারাই এই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণের মেয়র যে সহযোগিতা চাইবেন সরকারের পক্ষ থেকে তা করা হবে। ঢাকা শহরকে তিনি কীভাবে সাজাবেন এটা তার বিষয়। এখানে তার সিদ্ধান্তই চূড়ান্ত।’

পূর্ববর্তি সংবাদউন্নত চিকিৎসার জন্যে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে
পরবর্তি সংবাদআলোচিত খালাফ হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর হচ্ছে আজ