‘অভিনন্দনে’র মুক্তিকে ভারতের ‘অভিনন্দন’ জানানো উচিত: এরদোগান

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, পাকিস্তান আটক ভারতীয় পাইলট ‘অভিনন্দন’কে মুক্তি দিয়ে যে ইতিবাচক মানসিকতা দেখিয়েছে তাকে ভারতের অবশ্যই ‘অভিনন্দন’ জানাতে হবে। আমরা আশা করি, ভারতের বন্ধুরা একইভাবে ইতিবাচক পদক্ষেপ ও উদার মানসিকতা দেখাবে।

শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় ট্রাবজন শহরে আসন্ন স্থানীয় নির্বাচনের প্রস্তুতির সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এরদোগান আরো বলেন, পাক-ভারত চলমান উত্তেজনা নিরসনে যা কিছু দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক।

পাক-ভারত চলমান যুদ্ধে কারোই লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট সমাধানে আমাদের যা করতে হবে তা নিশ্চিত করব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

পূর্ববর্তি সংবাদহাটহাজারী মাদরাসায় অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণ
পরবর্তি সংবাদমেহেরপুরে মাদকব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’ : নিহত ১