সাবেক এনএসআই প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন

ইসলাম টাইমস ডেস্ক: যুদ্ধাপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের (৬৯) বিরুদ্ধে দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৫ মার্চ এ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করেছে আদালত।

আজ সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। আর ওয়াহিদুল হকের পক্ষে ছিলেন আব্দুস সোবহান তরফদার।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান, হত্যা, গণহত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানির জন্য ২৫ মার্চ দিন ঠিক করে দিয়েছে।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে তদন্ত করে প্রসিকিউশন বরাবর প্রতিবেদন দাখিল করা হয়।

পূর্ববর্তি সংবাদঢাবি উর্দু বিভাগের উদ্যোগে ৫ মার্চ ঢাকায় জাতীয় মুশায়েরা
পরবর্তি সংবাদইয়াবায় সংশ্লিষ্টতায় নারায়ণগঞ্জ সদরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ