এক ভেন্যুতে স্থগিত হলেও আরেক ভেন্যুতে বক্তৃতা করছেন অরুন্ধতী রায়

ইসলাম টাইমস ডেস্ক: বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের বক্তৃতার অনুষ্ঠান পূর্ব নির্ধারিত ভেন্যুতে না হতে পারলেও হচ্ছে অন্য ভেন্যুতে। জানা গেছে, ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে  পূর্বনির্ধারিত অনুষ্ঠানের অনুমতি না পাওয়ায় নতুন ভেন্যু ঠিক করেছেন আয়োজকরা।

কাশ্মীর ইস্যুসহ ভারতের ভেতর-বাইরের নাগরিক অধিকার, মানবাধিকার এবং অর্থ ও অস্ত্র সাম্রাজ্যবাদ নিয়ে স্পষ্ট কথা বলার ক্ষেত্রে খ্যাতি রয়েছে লেখক অরুন্ধতি রায়ের।

নতুন ভেন্যুর ঠিকানা হচ্ছে- মিডাস সেন্টার (১১তম তলা), বাড়ি নম্বর ৫, রোড নম্বর ১৬ (পুরনো রোড নং-২৭) ধানমণ্ডি।

মঙ্গলবার সন্ধ্যায় নতুন এই ভেন্যুতে বক্তৃতা করবেন অরুন্ধতী রায়।

দুপুরে আয়োজক প্রতিষ্ঠান ছবিমেলার ওয়েবসাইটে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগের ভেন্যু কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত মেলা এবং অরুন্ধতী রায়ের অনুষ্ঠানের অনুমতি প্রশাসন কর্তৃক প্রত্যাহার করার পর নতুন ভেন্যুতে কথা বলবেন তিনি।

এর আগে এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান ছবিমেলার সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম জানান, সোমবার রাতে অনিবার্য কারণ দেখিয়ে সেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে পুলিশ। ফলে আপাতত অরুন্ধতী রায়ের মঙ্গলবারের বক্তৃতা অনুষ্ঠানটি স্থগিত করা হলো।

এশিয়ার আলোকচিত্র উৎসব ছবিমেলায় অংশ নিতে গত ৩ মার্চ ঢাকায় আসেন বুকার পুরস্কারবিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়।

পূর্ববর্তি সংবাদওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল, ওপেন হার্ট সার্জারি আগামী সপ্তাহে
পরবর্তি সংবাদমাওলানা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ.-এর সহধর্মীনি গুরুতর অসুস্থ: দোয়া কামনা সবার কাছে