পুলওয়ামায় নিহত ভারতীয় সেনা-পরিবারকে ১১০ কোটি রুপি দেবেন মুসলিম ব্যবসায়ী!

ইসলাম টাইমস ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ায় নিহত সেনাদের পরিবারের জন্য গঠিত কল্যাণ তহবিলে ১১০ কোটি রুপি দান করার ঘোষণা দিয়েছেন একজন মুসলিম ব্যবসায়ী।

মুর্তাজা আলি হামিদ নামের এই ব্যবসায়ী ভারতের ‘কোটা’-এর অধিবাসী এবং তিনি মুম্বাইয়ে ব্যবসা করেন। ৪৪ বছর বয়সী এই ব্যবসায়ী পেশায় একজন বিজ্ঞান গবেষক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আবেদন করে পাঠানো এক মেইলে ব্যবসায়ী আলি হামিদ তার এই অর্থদানের কথা জানান। তিনি বলেন, সম্মানিত স্যার! আমি এই বিষয়ে আপনার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমরা পুলওয়ামাতে নিহতদের জন্য ১১০ কোটি রুপি দান করতে চাই। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমরা বৈঠক করতে আগ্রহী।

কল্যাণ তহবিলে অর্থদানের বিষয়টি নিশ্চিত করে ইন্ডিয়া টাইমসকে হামিদ বলেন, মাতৃভূমির জন্য রক্ত দানকারীদের জন্য দান করা এবং তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ষে রয়েছে।

সূত্র : ইন্ডিয়া টাইমস

পূর্ববর্তি সংবাদঅনলাইনে থেমে নেই কাদিয়ানীদের প্রচার তৎপরতা!
পরবর্তি সংবাদকাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি