এবার পাখির আঘাতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

বিধ্বস্ত বিমান

ইসলাম টাইমস ডেস্ক: আবারও ভারতের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। পাকিস্তান সীমান্তে ভারতের এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট অক্ষত রয়েছেন। এ ঘটনার পর তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

শুক্রবার বিকালে দেশটির রাজস্থান রাজ্যের মরুভূমির শহর বিকেনার সোবা সার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে উল্লেখ করা হয়, ভারতীয় বিমানবাহিনীর ওই মিগ ২১ মডেলের বিমানটি নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে উড্ডয়ন করে। পরে তা বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দুর্ঘটনার সময় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই রাজস্থানে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এক হামলায় ৪৯ জন ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত।

ভারতীয় হামলার ২৪ ঘণ্টার মাথায় পাকিস্তান তাদের অংশের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। এক পর্যায়ে পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে আটক হন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান।

পরে তাঁকে শান্তির বার্তা হিসেবে ভারতে ফেরত পাঠায় পাকিস্তান। অভিনন্দনকে ভারতে ফেরত পাঠানোর পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার টান টান উত্তেজনা প্রশমিত হয়।

পূর্ববর্তি সংবাদএবার পর্দা ও ‘হিজাব’ নিয়ে রেলমন্ত্রীর কটূক্তি
পরবর্তি সংবাদআলেমদের মাধ্যমে ক্ষমতায় গেলেও বিএনপি-জামায়াত তাদের জন্য কিছু করেনি: তথ্যমন্ত্রী