কাজী ফিরোজ রশিদকে মাওলানা নুরুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপন

ইসলাম টাইমস ডেস্ক: মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম বলেছেন, রাশেদ খান মেননের সংসদে আলেম ওলামা ও আল্লামা শাহ আহমদ শফী দা:বা: এবং কওমী মাদ্রাসা সমুহের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য  এবং কাদিয়ানী সম্প্রদায়সহ ইসলাম বিরোধী অপশক্তি সমুহের নির্লজ্জভাবে দালালীর প্রতিবাদে জাতীয় পার্টির সংসদ সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ যুক্তিসংগত ও সঠিক প্রতিবাদ করেছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা নুরুল ইসলাম  আন্তরিক অভিনন্দন ও শুকরিয়া জ্ঞাপন করে আরও বলেন, কাজী ফিরোজ রশিদ সাহেব মেননের কটূক্তির সঠিক জবাব দিয়ে একজন সত্যবাদী ও সাহসী নেতার পরিচয় দিয়েছেন। কাজী ফিরোজ রশিদ কোন ব্যক্তি কিংবা দলের পক্ষপাতদুষ্ট কথা বলেন নাই। বরং বাস্তব ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন।

তিনি বলেন, এটা শুধু কাজী ফিরোজ রশিদের দায়িত্ব নয়, বরং সংসদের সকল সদস্যকে এ ব্যপারে সোচ্চার হতে হবে।।

পূর্ববর্তি সংবাদমাওলানা আবুল কালাম যাকারিয়ার ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক
পরবর্তি সংবাদএবার সংসদে মেননের জবাব দিলেন প্রধানমন্ত্রী