শিক্ষার্থীদের তোপে মুখে প্রধান রিটার্নিং কর্মকর্তার দ্রুত স্থানত্যাগ

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। রোকেয়া হলের সামলে তোপের মুখে পড়লে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

আজ দুপুর পৌনে ২টার দিকে রোকেয়া হল থেকে বের হওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে।

দীর্ঘ ২৮ বছর আজ সকালে ডাকসু নির্বাচন শুরু হলে সকাল থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ করে স্বতন্ত্র ও বামজোটের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে একবস্তা সিল মারা ব্যালট উদ্ধার করা হয়।

এছাড়াও রোকেয়া হল, সূর্য সেন হলসহ আরও কয়েকটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ আনে সাধারণ শিক্ষার্থী, বামজোট প্যানেল ও কোটা আন্দোলনের প্যানেল।
এসময় রোকেয়া হল থেকে উদ্ধার হওয়া ব্যালট নিয়ে প্রতিবাদ করে সাধারণ শিক্ষার্থীরা। এতে ওই হলেও ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। সেখানে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান আসেন। তিনি কেন্দ্রের অন্যান্য শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় তিনি তোপের মুখে পরেন।

পূর্ববর্তি সংবাদভিপিপ্রার্থী নুরুল হকের উপর হামলা
পরবর্তি সংবাদউৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে, সুষ্ঠু নির্বাচনে আমি অভিভূত : ভিসি আখতারুজ্জামান