ইয়েমেনের শুধু হাজ্জাহ এলাকাতেই এক মিলিয়নেরও বেশি মানুষ ক্ষুধার্ত: জাতিসংঘ

ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: জাতিসংঘের মেডিকেল প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গভর্নরেটের মধ্যে একটি হচ্ছে হাজ্জাহ। সেখানে এক মিলিয়নের বেশি মানুষ ক্ষুধার্ত এবং হাজার হাজার মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর সিনহুয়ার

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘গত কয়েকদিনে ইয়েমেনের কুশার বিভাগের হাজ্জাহ গভর্নরটে সংঘর্ষে অনেক বেসামরিক নাগরিক নিহতের কথা জানিয়েছে আমাদের স্বাস্থ্যকর্মীরা।

মেডিকেল সূত্রের প্রতিবেদন মতে, সংঘর্ষে ১২ শিশু ও ১০ নারীসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন।’

প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিম ইয়েমেনে সাম্প্রতিক সংঘর্ষে ১২ শিশু ও ১০ নারীসহ অন্তত ২২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

ডুজারিক বলেন, ‘ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিজ গ্রান্ডে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।’

জাতিসংঘের মুখপাত্র ডুজারিক বলেন, বিগত ছয় মাসে হাজ্জাহে সংঘর্ষ বেড়েছে, যার ফলে উদ্বাস্তু মানুষের সংখ্যা ২ লাখ ৩ হাজার থেকে বেড়ে ৪ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে।

পূর্ববর্তি সংবাদভারতে মুসলিমদের অবস্থা ভাড়াটিয়ার মতো: আজম খান
পরবর্তি সংবাদজ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না কেন : হাইকোর্ট