অস্ত্র আইনে পরিবর্তন আনার প্রস্তাব নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হওয়ার পর  দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনার কথা বলছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

তিনি বলেন, প্রধান হামলাকারীর কাছে একটি লাইসেন্স ও পাঁচটি বন্দুক দেখা গেছে। লাইসেন্সটি তিনি গত নভেম্বর মাসে পেয়েছেন। হামলায় পাঁচটি বন্দুক ব্যবহার করা হয়েছে যার দু’টি আধা-স্বয়ংক্রিয় অস্ত্র।

আর্ডান আরও বলেন, বন্দুকগুলো খুঁজে পেতে হয়তো আরও সময় লাগবে, কিন্তু একটি জিনিস পরিষ্কার, আমাদের অস্ত্র আইন পরিবর্তন হবে। এর আগে সংবাদ সম্মেলনে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, নিউজল্যান্ডের মোট জনসংখ্যা ৫০ লাখ হলেও ১২ লাখ মানুষেরই বৈধ অস্ত্র রয়েছে বলে জানা যায়।

 

 

 

 

পূর্ববর্তি সংবাদনিউজিল্যান্ডে মুসলমানদের উপর হামলা, খোদ নিউজিল্যান্ড সম্প্রদায়ও হতভম্ব!
পরবর্তি সংবাদনড়াইলে কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি