গাজার শতাধিক স্থানে ইসরাইলের বিমান হামলা

ইসলাম টাইমস ডেস্ক : ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজার শতাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজা থেকে তেলাবিবে ক্ষেপনাস্ত্র ও রটেক হামলার অভিযোগ এনে এসব হামলা চালানো হচ্ছে।

শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ হামলার কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেলআবিবে দুটি ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু রকেট নিক্ষেপ করার পর তারা বোমা হামলা করা হয়েছে।

তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।

তবে সম্প্রতি এমন ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতেই ক্ষমতাসীন ইসরাইলি সরকার হামলার মাত্রা বাড়িয়েছে।

২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরাইল। গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ। এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।

সূত্র : আল জাজিরা ও মিডলইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদলন্ডনে মসজিদে হাতুড়ি হামলা
পরবর্তি সংবাদজীবন বিপন্ন করে হামলাকারীর অস্ত্র কেড়ে নেন যে যুবক