কমলগঞ্জে সোয়া এক ঘন্টায় ভোট কাস্ট হয়েছে ৭টি

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সোয়া ৯টায় পতনউষার ইউনিয়নের পতনউষার উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ৭টা ভোট কাস্ট হয়েছে বলে খবর পাওয়া গেছে ।

এদিকে ভোট শুরুর পর প্রিসাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টরা সব প্রকার প্রস্তুতি নিয়ে বসে থাকলেও ভোটারদেরকে ভোটকেন্দ্রে আসতে দেখা যাচ্ছে না।

মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান গণমাধ্যমকে বলেন, পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোট হচ্ছে।

এতে চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাত উপজেলায় পৌরসভার সংখ্যা ৫টি, ইউনিয়ন ৬৭, ভোটকেন্দ্র ৫১৯, ভোটকক্ষ ৩ হাজার ৩৯৩, ভোটার পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ এবং নারী ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন।

পূর্ববর্তি সংবাদনওগাঁয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
পরবর্তি সংবাদসন্ত্রাসী ব্রেনটন টেরেন্টকে যেভাবে গ্রেফতার করা হয়