নিউজিল্যান্ডে নিষিদ্ধ হল সেমি অটোমেটিক মিলিটারি বন্দুক

ইসলাম টাইমস ডেস্ক: ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার না হতেই সব ধরনের সেমি অটোমেটিক মিলিটারি বন্দুক নিষিদ্ধ করল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান বৃহস্পতিবার এ ঘোষণা দেন । রয়টার্স

প্রধানমন্ত্রী বলেন, আগামী ১১ এপ্রিল অস্ত্রসংক্রান্ত এই নতুন আইন পাস করা হবে বলে তিনি আশা করছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এ আইন পাসের সঙ্গে সঙ্গেই একটি স্কিমের মাধ্যমে নিষিদ্ধ করা এই অস্ত্রগুলো অস্ত্র মালিকদের কাছে থেকে ফেরত নেয়া হবে।

প্রসঙ্গত ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত হন। এর পর গত সোমবার নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করতে মন্ত্রিপরিষদ নীতিগতভাবে সম্মত হয়।

বর্ণবাদী ওই হামলায় খ্রিস্টান জঙ্গি ব্রেনটন টেরেন্ট একটি সেমি অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়।

জঙ্গি হামলাকারী যে ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, দেশটির মন্ত্রিপরিষদ সে ধরনের অস্ত্রের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়।

পূর্ববর্তি সংবাদনিউজিল্যান্ডে নিহত ৫০ মুসল্লির শনাক্ত করণ সম্পন্ন, শুরু হয়েছে জানাযা
পরবর্তি সংবাদচুয়াডাঙ্গায় দাম্পত্য কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর আত্মহত্যা