হুদাই হর্ন বাজাবেন না : শব্দ দূষণের অত্যাচারে অতিষ্ঠ শিক্ষার্থীরা

শব্দ দূষণের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রতিবাদ করছে বিবাড়িয়ার ক্ষুদে শিক্ষার্থীরা।

ইসলাম টাইমস ডেস্ক: বড়দের কথা এখন কেউ শুনতে চায় না। যদি আমাদের কথা শোনে, সে আশা নিয়ে আমরা রাস্তায় নেমেছি! অতিরিক্তি শব্দ দূষণের ফলে আমাদের পড়ালেখার ক্ষতি হয়। মাথা ব্যাথা করে। অনেক সময় রাস্তা দিয়ে চলাচল করার সময় বিকট শব্দ দূষণে দুর্ঘটনা ঘটে। আমার চাই শব্দ দূষণ বন্ধ হোক।’ ক্ষুদে শিক্ষার্থীরা বলছিলো এ কথাগুলি।

বিবাড়িয়ায় শব্দ দূষণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে মাঠে নেমেছে ক্ষুদে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এইমস কিডস কিন্ডার গার্টেনের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ‘হুদাই হর্ণ বাজাবেন ন।’, ‘রিকশায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার নিষিদ্ধ’, ‘হাসপাতালের সামনে শব্দ দূষণে রোগীর ঘুমের ব্যাঘাত ঘটায়’, ‘স্কুলের সামনে হর্ণ বাজাবেন না’ সম্বলিত নানা স্লোগানের ছোট ছোট ব্যানার ছিল।

কয়েকজন শিক্ষক বলেন, ‘অনেক সময় দেখা যায় যানবাহনগুলো অযথা হর্ণ বাজায়। অতিরিক্ত হর্ণ ও মাইকের কারণে শিশুসহ সকল শ্রেণির মানুষের অনেক ক্ষতি হয়।’

এইমস কিডসের এস এম মুকিত বলেন, ‘আমরা এখন এমন অবস্থায় পৌঁছেছি যে, শব্দ দূষণ বিষয়ে বড়দের কথা এখন মানুষ গুরুত্ব দিতে চায় না! তাই শিশুদের নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। এতে যদি ১০ শতাংশ মানুষও সচেতন হয়, তাহলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপকার হবে।’

পূর্ববর্তি সংবাদতোফায়েল বললেন, বিএনপি বিলীন হয়ে যাবে
পরবর্তি সংবাদধর্ষকদের ফাঁসির দাবিতে সিলেটের কোর্ট পয়েন্টে মানববন্ধন