বগুড়া জামিল মাদরাসায় খতমে বুখারি সম্পন্ন

সালাহুদ্দীন মাসউদ ।।

বগুড়ার জামেয়া ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদরাসায় খতমে বোখারি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ মার্চ শনিবার) জোহর নামাযের পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়।

খতমে বোখারির আলোচনা ও দোয়া পরিচালনা করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী দা. বা.।

তিনি বলেন, দেওবন্দিয়াত একটি আদর্শের নাম। নবীজি সা. এর রেখে যাওয়া মানহাজের উপর উম্মতকে পরিচালনার ফিকিরের নাম দারুল উলুম দেওবন্দের চেতনা। যে ব্যক্তি দেওবন্দের চেতনা লালন করবে, তাকেই দেওবন্দি বলে আখ্যায়িত করা হবে। কেউ যদি দেওবন্দের ভেতরে অবস্থান করেও দারুল উলুম দেওবন্দের চেতনা লালন না করে তবে সে দেওবন্দী নয়। পক্ষান্তরে কেউ যদি পাকিস্তান বাংলাদেশ বা বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থান করেও দেওবন্দের চেতনাকে লালন করে, তাকেও দেওবন্দী বলা হবে।

তিনি দুপুর দুইটা ত্রিশ মিনিটে দোয়া পরিচালন করেন। এরপর জামেয়ার নতুন বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করেন।
বিকেল তিনটায় তিনি হেলিকপ্টারযোগে বগুড়া ত্যাগ করেন।

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ায় গত তিন মাসে ৩১৬৪ বাংলাদেশি আটক
পরবর্তি সংবাদআল্লামা তাকি উসমানির উপর ৫শ বার হামলার চেষ্টা হয়েছে : সিন্ধ পুলিশ সুপার