আমেরিকায় মসজিদে ফ্রি চিকিৎসা দিচ্ছেন মুসলিম ডাক্তাররা

ইসলাম টাইমস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওহিও অঞ্চলের একদল মুসলিম চিকিৎসক সুবিধাবঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। আর তাদের এই সেবামূলক কাজে সহযোগিতা করছে স্থানীয় একটি মসজিদ। মসজিদ কর্তৃপক্ষ ফ্রি ক্লিনিক পরিচালনার জন্য মসজিদের কয়েকটি রুম ছেড়ে দিয়েছেন।

স্বেচ্ছাসেবক চিকিৎসকদের অন্যতম ডা. মানসুর আহমদ বলেন, আমাদের সামর্থ্য আছে, আমাদের সম্ভাবনা আছে এবং আমাদের সম্পদও আছে। সুতরাং আমরা মানুষের সেবা করবো। ইনশাআল্লাহ!

তিনি আরও বলেন, মানুষের সেবায় কাটানো আপনার সামান্য সময় নিয়ে চিন্তা করে দেখুন তা অন্য যে কোনো সময়ের তুলনায় ভিন্ন।

বিশজন মুসলিম স্বেচ্ছাসেবী চিকিৎসক প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিন মানুষকে এই সেবা প্রদান করে থাকেন।  তারা সেবাগ্রহণকারীদের ওষুধেরও ব্যবস্থা করে থাকেন।

আবার যাদের অপারেশনের প্রয়োজন হয় তাদের জন্য দাতা খোঁজা হয়। দাতা পাওয়া গেলে সুলভ মূল্যে স্থানীয় ইবনে সিনা ক্লিনিকে বিনা মূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়।

সূত্র : এমসিএইচসি

পূর্ববর্তি সংবাদরাজধানীতে ৭০ হাজার ফিটনেসবিহীন গাড়ি, কারণ জানতে চান আদালত
পরবর্তি সংবাদদলীয় প্রার্থীর কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি আওয়ামী লীগ নেতাদের!