কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত 

ইসলাম টাইমস ডেস্ক: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর উদ্যোগে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ২টায় ঢাকার খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।

সম্মেলনে আলোচনা করেন উপমহাদেশের শ্রেষ্ঠ দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।

মহাসম্মেলন থেকে চারটি প্রস্তাব ও তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবলি

১- পৃথিবীর অধিকাংশ মুসলিম রাষ্ট্রসমূহের ন্যায় বাংলাদেশ সরকারকেও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে।
২- কাদিয়ানী সম্প্রদায় (আহমদিয়া জামাত) কোরআন হাদিসের ভিত্তিতে, সাড়া দুনিয়ার ওলামা-মাশায়েখ ও মুফতিগণের ঐক্যমতে তারা মুসলমান নয়, কাফের। তাই তাদের জন্য ইসলাম ও মুসলমানের পরিভাষা যথা- নামাজ, রোজা, হজ্ব, যাকাত, আযান, মুয়াজ্জিন, মসজিদ, ইমাম, ইজতেমা, ইত্যাদি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৩- কাদিয়ানীরা যেহেতু মুসলমান নয় সেহেতু তাদের কোন মসজিদ থাকতে পারে না। তাদের উপসনালয়কে মসজিদ নাম দেয়ার কারণে অনেক মুসলমানের নামাজ নষ্ট হচ্ছে। তাই তাদের সকল উপাসনালয়কে সরকারি উদ্যোগে উদ্ধার করে মুসলমানদের নিকট হস্তান্তর করতে হবে।
৪- কাদিয়ানীরা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের ধর্মান্তরিত করে কাদিয়ানীদের দলভুক্ত করছে। তাই তাদের যাবতীয় অপতৎপরতা, বই-পুস্তক, লিফলেট, লিটারেচার মুদ্রন, প্রচারণা, প্রকাশনা, সংরক্ষণ ও বিতরন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

কর্মসূচী :

১- ঢাকা মহানগরসহ পার্শ্ববর্তী ৮টি জোনে এক একটি করে খতমে নবুওয়ত মহাসম্মেলনের ব্যবস্থা করা।
২- প্রতি জেলায় কমিটি গঠন করে এক একটি করে খতমে নবুওয়ত মহাসম্মেলনের ব্যবস্থা করা।
৩- বাংলাদেশের প্রত্যেক মসজিদে জুমআর বয়ানে খতমে নবুওয়ত ও কাদিয়ানীয়াত বিষয়ে দলীল-প্রমাণ সহকারে সাধারণ মুসল্লিদের অবগত করা।

পূর্ববর্তি সংবাদগভীর রাতে শাবি ছাত্রলীগ সভাপতিকে হল থেকে বিতাড়নের চেষ্টা
পরবর্তি সংবাদচট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮, আহত ২০