সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে উদ্ধার অভিযান শেষ হতে কত সময় লাগতে পারে সে বিষয় এখনো জানা যায়নি।

ভেতরে এখনো মৃতদেহ পাওয়া যাওয়ার সম্ভাবনাও সম্পূর্ণ নাকচ করে দেননি দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আনোয়ার।

বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে বৃহস্পতিবার আগুন লেগে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আনোয়ার জানান, “আগুন রাতে নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ বন্ধ রাখা হয়, তবে আবার যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সারারাতই ঘটনাস্থলে ছিল।”

সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কেন এত সময় লাগলো – সে প্রশ্নের উত্তরে মি আনোয়ার বলেন, “একটি বহুতল ভবনের জন্য যেরকম অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকার কথা, সেরকম আমরা দেখতে পাইনি।”

এছাড়া বহুতল ভবনে আগুন নেভানোর জন্য যেসব গাড়ি প্রয়োজন সেগুলো দূর থেকে নিয়ে আসার কারণে এবং রাস্তায় যানজট থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরী হয় বলে জানান মি. আনোয়ার।

বৃহস্পতিবার বনানীতে আগুন নিয়ন্ত্রণ দমকল বাহিনীকে অনেক বেগ পেতে হয়।
আগুন লাগার চার ঘণ্টার বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে এ কাজে দমকল বাহিনীর ১৭টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে যোগ দেয় অন্যান্য বাহিনীও।

পরে তাদের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে কাজ শুরু করে। সাথে স্থানীয় মানুষেরাও যোগ দেন।

পূর্ববর্তি সংবাদশতসহস্র উৎসুক জনতার  ভিড়ে বাধাগ্রস্ত অগ্নিনির্বাপণ প্রচেষ্টা !
পরবর্তি সংবাদএফ আর টাওয়ার থেকে বেঁচে ফিরে যা বললেন সেঁজুতি