অনিয়মকারীরা আদালত থেকে ছাড়া পেলেও দুদক থেকে পাবে না : দুদক চেয়ারম্যান

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বনানীর এফ আর টাওয়ার ১৮ তলার অনুমতি নিয়ে ২৩ তলা করার পেছনে জড়িতদের ছাড় দেয়া হবে না। অনিয়মকারীরা আদালত থেকে ছাড়া পেলেও দুদক থেকে ছাড়া পাবে না।

রবিবার সকালে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে সেবা সংস্থাগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান বলেন, অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের ক্ষমা হবে না। যদি এরা কোর্ট থেকে ছাড়া পায় দুদক থেকে ছাড়া পাবে না।

তিনি বলেন, যে সকল দুর্নীতিবাজ সরকারি সম্পত্তি গ্রাস করেছে, নদী দখল করেছে, বিভিন্ন লুটপাটের অংশীদার হয়েছে, তারা সাবধান হয়ে যান।

আরও পড়ুন : এক জাহালমের ঘটনায় পুরো রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠানের গায়ে দাগ লেগে গেছে : মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ

পূর্ববর্তি সংবাদরাজনৈতিক কারণে তাসভির গ্রেফতার হয়েছে : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদনেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত