আজকের আন্দোলন ও ফিলিস্তিনি মুসলিমদের কয়েকটি দুঃসাহসী ছবি

আবরার আবদুল্লাহ ।।

৩০ মার্চ ২০১৮। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন শুরু করে ফিলিস্তিনিরা। আন্দোলনের শিরোনাম নির্ধারণ করা হয় গ্রেট মার্চ টু রিটার্ন বা স্বভূমে ফেরার মহান আন্দোলন। ১৯৬৭ সালের ৩০ মার্চ আরবদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে দখলদার ইসরাইল। তাই দিনটিতে ইসরাইলের দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা।

ভূমি দিবস ও গ্রেট মার্চ টু রিটার্ন-এর বছরপূর্তি উপলক্ষ্যে গতকাল শনিরার বিশেষ প্রতিবাদ সভার আয়োজন করা হয় ফিলিস্তিনের হামাস শাসিত  গাজায়। এতে যোগ দেয় লক্ষাধিক মানুষ। যথারীতি সমাবেশে হামলা ইসরাইলি বাহিনী। এতে শহিদ হয়েছেন ৪ ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক।

এছাড়াও গত এক বছরের আন্দোলনে ২৬৭ জন শহিদ ও ৩০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত আজকের সমাবেশের কিছু চিত্র তুলে ধরা হলো,

সমাবেশ শুরু। হাজার হাজার মানুষের অংশগ্রহণ।
ইসমাইল হানিয়াসহ অন্যান্য নেতাদের অংশগ্রহণ।
ফিলিস্তিনের পতাকা হাতে ইসরাইল সীমান্তে এক বৃদ্ধা নারী।
হঠাৎ হামলা শুরু …
প্রতিবাদে অব্যাহত ফিলিস্তিনি যুবকদের।
আহত হয়েছে শিশুরা।
রেড ক্রিসেন্ট সদস্যদের প্রাথমিক চিকিৎসা …
ফিলিস্তিনি তরুণীর সীমান্ত অতিক্রমের চেষ্টা।
সীমান্তের ওপাশে ইসরাইলের যুদ্ধ প্রস্তুতি …
আহত তরুণের হাতে ফিলিস্তিনের পতাকা

ছবি উৎস : মিডলইস্ট আই ও মিডলইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদ‘পুলিশের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা জাতীয় নির্বাচনে দেখা যায়নি কেন’
পরবর্তি সংবাদ‘আশরাফুল হেদায়া’ প্রণেতা মাওলানা জামিল আহমদের ইন্তেকাল