আবারও ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসলাম টাইমস ডেস্ক : ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে রাজস্থানের সিরোহি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় বিমান বাহিনীর যোদপুর ঘাঁটি থেকে রুটিন মিশনের উড্ডয়ন করে বিমানটি। কিন্তু ১৮০ কিলোমিটার অতিক্রম না করতেই বিধ্বস্ত হয়।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তবে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মাত্র দুই মাস পূর্বে ভারতীয় বিমান বাহিনীর আরও একটি মিগ-২৭ বিমান বিধ্বস্ত হয়।

এই নিয়ে গত চার মাসে ভারতীয় বিমান বাহিনীর ৯টি বিমান বিধ্বস্ত হলো। বিধ্বস্ত হওয়া অন্যান্য বিমানগুলো হলো, জাগুয়ার, হাওয়াট, মিরাজ ২০০০ ও মিগ-২১।

রাশিয়ার তৈরি মিগ-২৭ বিমানগুলো সত্তর ও আশির দশকে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়েছিলো।

সূত্র : এনডি টিভি

পূর্ববর্তি সংবাদকলকাতার ওয়েব সিরিজ, নগ্নতার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলেন আদালত
পরবর্তি সংবাদভূমি দিবসে ইসরাইলি তাণ্ডব, ৪ ফিলিস্তিনি শহিদ