গ্রিন লাইনের বাসে পা হারানো রাসেল পাবেন ৫০ লাখ টাকা

ইসলাম টাইমস ডেস্ক: গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল পাচ্ছেন ৫০ লাখ টাকা। ওই পরিবহন কর্তৃপক্ষকে এ টাকা দিতে হবে। হাইকোর্ট এ টাকা এক মাসের মধ্যে দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলো। এর বিরুদ্ধে আপিল করে পরিবহন কর্তৃপক্ষ।

আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

গত বছর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ঢালে রাসেলের গাড়িকে ধাক্কা দেয় গ্রিন লাইনের বাস। এ নিয়ে প্রতিবাদ করলে বাসের চালক তাকে ফেলে দিয়ে পায়ের উপর গাড়ি উঠিয়ে দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে এ ঘটনায় রিট করেন উম্মে কুলসুম স্মৃতি। ওই রিটে হাইকোর্ট রাসেল সরকারকে ৫০ লাখ টাকা প্রদানের পাশাপাশি তার পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে এবং কাটাপড়া বাম পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে দিতে বলা হয়।

পূর্ববর্তি সংবাদসৎ মা ও সৎ ভাইয়ের হাতে নির্যাতিত মা-হারা এক কিশোরী
পরবর্তি সংবাদআফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলায় নিহত ১