কারাগার থেকে আবারও হাসপাতালে খালেদা জিয়া

ইসলাম টাইমস ডেস্ক : কারাগারে বন্দী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে খালেদাকে হাসপাতালে নিয়ে আসা হয়।  একটি হুইল চেয়ারে করে হাসপাতালের ভেতর নিয়ে যেতে দেখা যায়। এসময় তার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমা বেগম ছিলেন।

এর আগে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয় বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন গোছানোর কাজ। কেবিন ব্লকের সামনে নিরাপত্তাও বাড়ানো হয়। কারাগার থেকে এনে রাখা হয় খালেদার ব্যক্তিগত জিনিসপত্র।

গত বছরের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, কারাগারে তাদের চেয়ারপারসনের যথাযথ চিকিৎসা হচ্ছে না।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। বিএনপি তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে।

পূর্ববর্তি সংবাদচাঁদপুরে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তি সংবাদআগুন নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা