এস কে সিনহার ইচ্ছা ছিল বিচারিক অভ্যুত্থান করার: আইনমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ইচ্ছা ছিল একটা বিচারিক অভ্যুথ্থান (‘জুডিসিয়াল ক্যু’) করার। সেটা বাধা দিতে গিয়ে দুই-আড়াই বছর সময় নষ্ট হয়েছে। অনেক উন্নয়নকাজ ব্যাহত হয়েছে, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক সভা পরিচালনা করেন।

আনিসুল হক বলেন, ‘যে মুহূর্তে আমরা আইনের শাসনের প্রয়োজনীয়তা অনুভব করব, সেই মুহূর্তে লেজিসলেটিভ ডিভিশনের প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ হচ্ছে, কোনো আইনই কিন্তু এই লেজিসলেটিভ ডিভিশনের আওতার বাইরে যেতে পারে না। সেটা অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিভিশন করেছেন।’

আইনমন্ত্রী আরো বলেন, ‘আমরা সকলেই বাংলাদেশে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। বঙ্গবন্ধু বৈষম্য বিলোপ ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে গেছেন। ফলে, আইন মন্ত্রণালয়ে বৈষম্য তৈরির কোনো সুযোগ নেই।’

সূত্র: বাসস

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ এপ্রিল গণঅনশন বিএনপির
পরবর্তি সংবাদএবার ভিসির বাসভবনের সামনে অবস্থান নুরুদের