ওয়াহেদ ম্যানশনের দুই মালিকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানী ঢাকার চকবাজারে চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় ওয়াহেদ ম্যানশনের দুই মালিক সোহেল ওরফে শহীদ ও হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে বলে, ভবনটি মূলত আবাসিক। আবাসিক এলাকা সত্ত্বেও আবাসিক ভবনকে গুদাম হিসেবে ব্যবহার করলে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকে জানার পরও গুদাম ভাড়া দেওয়া হয়। গুদাম হিসেবে ভাড়া দেওয়ায় ক্ষেত্রে অসাবধানতা ও আইনি পরিপন্থী কাজ করেছেন। এর ফলে আগুনে ৭০ জন লোক মারা গেছেন। আরও বহু লোক আহত হয়েছেন।

অপরদিকে আসামিপক্ষ আদালতে দাবি করেন, চুড়িহাট্টার আগুনের সঙ্গে জড়িত নন। আসামিরা কোনো অবহেলা করেনি। ভবনে আগুন লাগায় তাঁরা নি:স্ব হয়ে গেছেন।

আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশন ও এর আশপাশের ভবনে আগুন লেগে ৭০ জন মারা যান। বহু লোক আহত হন। এ ঘটনায় আগুনে পুড়ে নিহত জুম্মনের ছেলে আসিফ বাদী হয়ে চকবাজার থানায় ২১ ফেব্রুয়ারি মামলা করেন।

মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিক আব্দুল ওয়াহেদের ছেলে হাসান ও সোহেলের নাম উল্লেখ করেন। অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

পূর্ববর্তি সংবাদমোকাব্বিরের শপথগ্রহণে ফখরুলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
পরবর্তি সংবাদ১৬ এপ্রিল পঞ্চগড়ে খতমে নবুওয়াত মহাসম্মেলন, থাকবেন আল্লামা আহমদ শফী