চট্টগ্রামের প্রবীণ আলেম মাওলানা ইউনুস আহমদের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক : আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম, বাবুনগরের দীর্ঘ দিনের শায়খুল হাদিস ও হজরত হুসাইন আহমদ মাদানি রহ.-এর বিশিষ্ট ছাত্র মাওলানা ইউনুস আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

আজ দুপুর ২ টা ৩৮ মিনিটে ইন্তেকাল মাদরাসায় নিজ কক্ষে তার ইন্তেকাল হয়। মাওলানা ইউনুস আহমদ রহ.-এর ছাত্র মাওলানা ওবাইদুল্লাহ ওবাইদ ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাত ৯টা ৩০ মিনিটে (বাদ এশা) বাবুনগর মাদরাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, মাওলানা ইউনুস আহমদ তিন সপ্তাহ পূর্বে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তখন নাজিরহাট স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর চট্টগ্রাম সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। স্বাস্থ্যের উন্নতি হলে তাকে গত সপ্তাহে মাদরাসায় ফিরিয়ে আনা হয়। এর এক সপ্তাহ পর আজ তার ইন্তেকাল হলো।

এছাড়া তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন বলেন জানান মাওলানা ওবাইদুল্লাহ।

মাওলানা ইউনুস আহমদ রহ. হাটহাজারী মাদরাসায় প্রাথমিক লেখাপড়া শেষে দারুল উলুম দেওবন্দ শিক্ষা সমাপণ করেন। এ সময় হজরত হুসাইন আহমদ মাদানি রহ.-এর বিশেষ সান্নিধ্য লাভ করেন। তিনি দীর্ঘ ৬৮ বছর বাবুনগর মাদরাসার শিক্ষক ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা ওবাইদুল্লাহ দেশবাসীর কাছে মাওলানা ইউনুস আহমদের রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।

পূর্ববর্তি সংবাদমোদির জনসভায় লোক বাড়াতে ফ্রি ট্রেন সার্ভিস বিজেপির!
পরবর্তি সংবাদরমজানে দ্রব্যমূল্য না বাড়াতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী